রাজধানীর চামেলীবাগের বাসায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তাঁদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে (১৬) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান বলেন, ‘বেলা দুইটার দিকে ঐশী রহমান পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ওই সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল। ঐশী জানায়, সকাল থেকে সে কিছু খায়নি। পরে তাকে খাবার দেওয়া হয় ও বিশ্রামে রাখা হয়। ঘটনা সম্পর্কে তাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। ঐশী এখনো পুলিশের হেফাজতেই আছে।’
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আজ পল্টন থানা থেকে ঐশী রহমানকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে ঐশী যেখানে ছিল, সেসব জায়গায় ডিবি কর্মকর্তারা যান। এ সময় ঐশীও তাঁদের সঙ্গে ছিল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান (৪৯) ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের (৪১) লাশ গতকাল শুক্রবার বাসার দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। ‘ও’ লেভেল পড়ুয়া ঐশী ও গৃহকর্মী মোসাম্মত্ সুমি (১১) ঘটনার পর থেকে নিখোঁজ ছিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS